ডাকসু নির্বাচন নিয়ে সালাহউদ্দিন আহমদের চমকপ্রদ মন্তব্য

রাজনীতি | ফোরপিলার্সবিডি.কম
প্রকাশিত:
ডাকসু নির্বাচন নিয়ে সালাহউদ্দিন আহমদের চমকপ্রদ মন্তব্য

বুধবার (১০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেয়ার সময় তিনি এ অভিনন্দন জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, ডাকসুতে যারা বিজয়ী হয়েছে, তাদের অভিনন্দন জানাই। এটা গণতন্ত্রের রীতি। গণতন্ত্রের রীতি হবে সবাইকে অভিনন্দন জানাতে হবে। কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছে। যেহেতু বহুদিন পর নির্বাচন হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন,
আমার মতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ডাকসু ভোটে অংশগ্রহণ করেনি। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে অভিনন্দন।

তিনি বলেন, ডাকসু-চাকসু যাই হোক, এখানকার বিজয়ীদের কেউ কেউ বড় রাজনীতিবিদ হয়েছেন। তবে অনেকেই এখনও সংগ্রাম করে যাচ্ছেন। এটাই হচ্ছে শিক্ষাঙ্গনের রাজনীতির সঙ্গে জাতীয় রাজনীতির পোস্টমর্টেম।

ডাকসু নির্বাচন জাতীয় রাজনীতিতে কেমন প্রভাব ফেলবে, এ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, বড় দল ছাড়া ডাকসু নির্বাচিতরা রাজনীতিতে ভালো করতে পারেনি।

ছাত্র রাজনীতির প্রয়োজন আছে উল্লেখ করে তিনি বলেন, দেশের সামাজিক ও রাষ্ট্রীয় যে পরিবর্তন হয়েছে, সেগুলো ছাত্র আন্দোলন বা ছাত্র সংসদের মাধ্যমেই হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ২৮টি পদের মধ্যে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)সহ ২৩টি পদেই বিজয়ী হয়েছেন।

ভিপি পদে ছাত্রশিবিরের মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। ঘোষিত ফলাফলে দেখা গেছে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) সর্বমোট ১৪ হাজার ৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।

জিএস পদে এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আবু বাকের মজুমদার পেয়েছেন ২ হাজার ১৩১ ভোট।

এজিএস পদে মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট।

এছাড়া আরও ২০ পদে বিজয় লাভ করেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। এর মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে শিবির সমর্থিত জোটের ফাতেমা তাসনিম জুমা পেয়েছেন ১০ হাজার ৬৩১ ভোট, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে একই প্যানেলের ইকবাল হায়দার ৭ হাজার ৮৩৩ ভোট, কমন রুম-রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা ৯ হাজার ৯২০ ভোট, আন্তর্জাতিক সম্পাদক পদে জসীমউদ্দিন খান ৯ হাজার ৭০৬ ভোট (যিনি জুলাইয়ে চোখ হারান), ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন ৭ হাজার ২৫৫ ভোট, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ ৯ হাজার ৬১ ভোট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম ৯ হাজার ৩৪৪ ভোট, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মিনহাজ ৭ হাজার ৩৮ ভোট, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে সাখাওয়াত জাকারিয়া ১১ হাজার ৭৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন—সাবিকুন্নাহার তামান্না ১০ হাজার ৪৮ ভোট, সর্বমিত্র চাকমা ৮ হাজার ৯৮৮ ভোট, আনাস ইবনে মুনির ৫ হাজার ১৫ ভোট, ইমরান হোসেন ৬ হাজার ২৫৬ ভোট, তাজিনুর রহমান ৫ হাজার ৬৯০ ভোট, মেফতাহুল হোসেন আল মারুফ ৫ হাজার ১৫ ভোট, বেলাল হোসাইন অপু খান ৪ হাজার ৮৬৫ ভোট, রাইসুল ইসলাম ৪ হাজার ৫৩৫ ভোট, মো. শাহিনুর রহমান ৪ হাজার ৩৯০ ভোট, মোছা. আফসানা আক্তার ৫ হাজার ৭৪৭ ভোট এবং রায়হান উদ্দীন ৫ হাজার ৮২ ভোট।

এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন তিনটি সম্পাদক পদে। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ৭ হাজার ৭৮২ ভোট, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জুলাই আন্দোলনের আলোচিত মুখ সানজিদা আহমেদ তন্বি ১১ হাজার ৭৭৮ ভোট এবং সমাজসেবা সম্পাদক পদে মো. যুবাইর বিন নেছারী (এবি জুবায়ের) ৭ হাজার ৬০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর সদস্য পদে জয়ী হয়েছেন হেমা চাকমা ও উম্মু উসউয়াতুন রাফিয়া।

এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসুর ভোটগ্রহণ চলে। এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদের ভোট অনুষ্ঠিত হয়। এবার মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ ভোটারের বিপরীতে ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।

ডাকসুর ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ছিল ২৩৪টি। এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হয়েছে।

রাজনীতি বিভাগের আরও খবর

রুমিনকে ঘিরে কুৎসা রটনা বন্ধের আহ্বান এনসিপি নেতার

বিএনপির সহ–আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানাকে সামাজিক যোগাযোগমাধ্যমে বুলিং করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তিনি সবাইকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত চর্চা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

এনসিপির এ নেতা বলেন, রুমিন ফারহানাকে সাইবার বুলিংয়ের শিকার করা হচ্ছে। তাঁকে নিয়ে নানা ধরনের বাজে মন্তব্য করা হচ্ছে। কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক মতপার্থক্যের কারণে একজন নারীকে নিয়ে অশালীন মন্তব্য, চরিত্রহনন কিংবা কুৎসা রটানো থেকে বিরত থাকতে হবে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের সামনে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন হাসনাত আবদুল্লাহ। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ তোলেন।

তিনি আরও বলেন, নিজেদের মধ্যে বিভেদ তৈরি হলে সেটি আওয়ামী লীগ কাজে লাগাবে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, ভিন্নমত থাকবে—কিন্তু সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় মোকাবিলা করতে হবে। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ছোটখাটো মতপার্থক্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর বাংলাদেশ গড়তে হবে। ঐক্য ধরে রাখা জরুরি, কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে ফাটল ধরলে লাভবান হবে কেবল আওয়ামী লীগ।

রুমিন ফারহানার পোস্ট প্রসঙ্গে তিনি বলেন, ‘কুৎসা, ব্যক্তিগত আক্রমণ, ভিন্নমত দমন কিংবা চরিত্রহনন—এসবই গণতন্ত্রের শত্রু। ৫ আগস্টের আগে যে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছিল, সেই ঐক্য ধরে রাখা অত্যন্ত প্রয়োজন।’

গুম হওয়া ব্যক্তিদের আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখা এবং ভুক্তভোগী স্বজনদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা শেয়ার করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরাও এই ঘটনার শিকার হয়েছিলাম। ৫ আগস্টের পর হয়তো আমরা সেই শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছি।’

তিনি অভিযোগ করেন, গুম কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে স্পষ্ট অবস্থান জানাতে হবে বলে দাবি করেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নই, বরং চাই সেগুলোর সংস্কার। প্রতিষ্ঠানগুলোকে জনমুখী করার জন্য ড. ইউনূসকে সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে। কারণ তিনি একটি নির্বাচন দিয়ে বিদায় নেবেন, পট পরিবর্তনের মাধ্যমে ক্ষমতার হস্তান্তর হবে। কিন্তু গুমের শিকার পরিবারগুলো তাঁকে এই দায় থেকে মুক্তি দেবে না।’

নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের জবাবে হাসনাত বলেন, ‘নির্বাচনের সময় আমাদের কাছে মুখ্য নয়। সেটা ফেব্রুয়ারিতে হতে পারে, ডিসেম্বরে হতে পারে, এমনকি আগামীকালও হতে পারে। আমাদের মূল দাবি সংস্কার প্রস্তাব ও প্রস্তাবনাগুলোর আইনি কাঠামো নিশ্চিত করা।’

ফজলুর রহমানের দাবি, ৫ আগস্ট নিয়ে ভুল ব্যাখ্যা করা হয়েছে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, তিনি ৫ আগস্টকে নিয়ে কোনো "কালো শক্তি" ঘটিয়েছে—এমন বক্তব্য দেননি। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আমার পুরো বক্তব্য শুনতে হবে। শুধু ইউটিউবের দুই লাইন তুলে ধরলে হবে না। যদি প্রমাণ করতে পারেন আমি এ ধরনের কথা বলেছি, তবে আমি ক্ষমা চাইতে প্রস্তুত।”

সোমবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফজলুর রহমান অভিযোগ করে বলেন, তার বাসার সামনে মব তৈরি করা হচ্ছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার নির্বিঘ্নে বসবাসের অধিকার আছে। তিনি আরও জানান, শোকজের জবাব তিনি তার দলকে দেবেন। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার কাছে অনুরোধ জানান তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।

তিনি বলেন, “দুইজন ইউটিউবার আমাকে হত্যার আহ্বান জানিয়েছে। এমনকি জামায়াতের পক্ষ থেকেও বলা হয়েছে আমাকে গলা কেটে হত্যা করতে হবে। আমার জীবন রক্ষার সাংবিধানিক অধিকার রয়েছে।”

মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, “জামায়াত যখন থেকেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তখন থেকেই আমি তাদের বিরুদ্ধে কথা বলে আসছি। আমি কখনো মুক্তিযুদ্ধের প্রশ্নে আপস করব না। আমি মুক্তিযুদ্ধের পক্ষে, আর জামায়াত মুক্তিযুদ্ধের বিপক্ষে।”

সম্প্রতি এক টকশোতে ফজলুর রহমান দাবি করেন, দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্র চালিয়ে আসছে জামায়াত। সে আলোচনায় তিনি ৫ আগস্ট প্রসঙ্গে বলেন, “যারা ৫ আগস্ট ঘটিয়েছে, সেই কালো শক্তির নাম জামায়াতে ইসলাম। তাদের অগ্রণী সংগঠন হলো ইসলামী ছাত্রশিবির। সারজিস আলমরা এই নাটক করছে। আমি তাদের নেতা নয়, অভিনেতা বলব। আলবদর-আলশামস আর জামায়াতে ইসলাম—আমরা ভেবেছিলাম ৫৪ বছর পর তারা পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি ভুলে গেছে। কিন্তু না, সেই গ্লানি দ্বিগুণ আকারে আজও তাদের ভেতরে আছে।”

এরপর থেকেই তিনি সমালোচনার মুখে পড়েন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান প্রসঙ্গে ধারাবাহিকভাবে বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে রোববার রাতে বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিএনপি ক্ষমতায় আসার এক মাসের মধ্যে নাটোরবাসীর জন্য গ্যাসের ব্যবস্থা করবো: দুলু

অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন, সপ্তম জাতীয় সংসদ নির্বাচন এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি নাটোর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের ১লা অক্টোবর নির্বাচনে বিএনপি সরকার গঠন করে। সেই মন্ত্রিসভায় স্থান পেয়েছিলেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। পাঁচ বছর সামলেছেন ভ‚মি মন্ত্রণালয়।
২০১৮ সালের একাদশ নির্বাচনে তিনি যেন প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন সেজন্য ষড়যন্ত্র করে আওয়ামী লীগ। যদিও হাইকোর্ট প্রতিদ্বন্দ্বিতা করার পক্ষে রায় দেয় এবং নির্বাচন কমিশনকে মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। তারপরও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। তাকে কারাগারে বন্দি করে রাখা হয়। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সক্রিয় রাজনীতিবিদ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আওয়ামী লীগের জুলুম-নির্যাতন সহ্য করেও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দলকে সুসংগঠিত করেছেন। তিনি  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যও ছিলেন। বর্তমানে তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য। রাজনীতিবিদ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মুখোমুখি হয়েছিল বারনই। দেশ ও নাটোরের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং নাটোরের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে ১০ প্রশ্নের উত্তর দিয়েছেন জনপ্রিয় রাজনীতিবিদ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বারনই: দীর্ঘ ১৬ বছর পর বিনা বাধায় রাজনীতি করছেন, সভা-সমাবেশ করছেন। গণঅভ্যুত্থানের পর নাটোরের রাজনীতি নিয়ে প্রথমে আপনার প্রতিক্রিয়া জানতে চাই।
এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু : আপনারা জানেন যে, বাংলাদেশের প্রতিটা জেলায় বিরোধী দলের ওপরে অন্যায়, নিপীড়ন, মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ নানা জুলুম করেছে অবৈধ আওয়ামী লীগ সরকার। এর মধ্যে সবচেয়ে বেশি নিপীড়ন করা হয়েছে নাটোর জেলায়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে কোন মিটিং, সমাবেশ, মিছিল করতে দেওয়া হয়নি। দলীয় লোকজনকে একত্রিত হতে দেখলেই চালানো হয়েছে হামলা। এমনকি ঘরের ভিতরে একটা মিলাদ মাহফিল করতে গেলেও তারা হামলা চালিয়েছে। এই ১৬ বছরে আমি নিজেও নাটোরে আমার নিজের বাড়িতে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করিনি। 
শৈশব, কৈশোর ছাত্র জীবন, রাজনীতি জীবন, আমার উত্থান, আমার এমপি হওয়া, আমার মন্ত্রী হওয়া, আমার জীবনের দীর্ঘ সময় এই নাটোরে। আমার নাড়ি পোতা আছে এই নাটোরে। অথচ যে নাটোরে আমার সবকিছু সেই নাটোরে আমি রাতেও, আমার নিজের বাড়িতে ঘুমোতে নিরাপদ বোধ করিনি। নাটোরে এসে দীর্ঘ সময় নিশ্চিন্তে আমার বাড়িতে থাকবো সেই পরিবেশটা নাটোরে ছিল না। এতো প্রতিক‚লতার মাঝেও আমরা মনে করি এই ১৬ বছর পর আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। এখন মনে হচ্ছে- এদেশের মানুষ যে স্বাধীনতার সুফল মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছিল, ঠিক একই স্বাদ আমরা পেয়েছি, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে। 
আওয়ামী লীগ সরকারের, দুঃশাসন, স্বৈরশাসন, অত্যাচার, নিপীড়ন থেকে নতুনভাবে মুক্ত হয়েছে দেশ। ১৬ বছর দেশের মানুষ কথা বলতে পারেনি। মানুষের ভোটের অধিকার ছিল না। গণতন্ত্র ছিল না। সেখান থেকে মানুষ এখন স্বস্তি এবং স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। সেজন্যে ভালো লাগছে। একটা সময় রিকশায় চড়ে, পায়ে হেঁটে নাটোর শহরের অলি-গলিতে চলাফেরা করেছি। বর্তমান প্রজন্মের ছেলেদের স্মরণে না থাকলেও, আঠারো বছর আগের কথা, নাটোরের অনেকেরই মনে আছে, আমি যখন মন্ত্রী ছিলাম, আমার পতাকাওয়ালা গাড়ি, আমার সিকিউরিটি, আগে পিছে পুলিশ, এই সমস্ত কিছু রেখে আমি পায়ে হেঁটে হেঁটে রিকশায় করে ঘুরতাম। সেই পরিবেশটা ১৬ বছর ছিল না। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরে এখন আমি আবার ভ্যান গাড়িতে, ইজিবাইকে, রিকশায় চড়ে, পায়ে হেঁটে, মুক্তভাবে চলাফেরা করছি। এই জীবনটাই আশা করেছিলাম। আমি আবার আগের জীবনে ফিরে এসেছি, মিটিং, মিছিল, সমাবেশ করছি। আলহামদুলিল্লাহ এটাই আমার অনেক বড় পাওয়া।

বারনই: আপনি নাটোরের যেখানে যাচ্ছেন, মানুষ সেখানেই ভিড় করছেন। আপনার এই জনপ্রিয়তার কারণ কি?
এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু : আমি বিএনপি দল করি এটা আমার গর্ব। আর বিএনপি করি বলেই আজকে আমি দুলু। বিএনপি করি বলেই আমি এমপি। বিএনপি করি বলেই আমি মন্ত্রী হয়েছিলাম। আর বিএনপি করি বলেই সারাদেশের মানুষ আমাকে চেনে। আমি জানিনা আমার কাছে জাদু আছে কিনা। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, তখনো আমি যেখানে গিয়েছি মানুষ আমাকে দেখার জন্য ছুটে আসতো। আমি যেখানেই গিয়েছি মানুষ সেখানে ভিড় করত। এখন যেমন আমার বাড়ির সামনে শত শত লোকের ভিড়, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনো আমার বাড়ির সামনে উপচেপড়া ভিড় হতো। তবে তখন একটা ভীতি কাজ করতো মানুষের মনে, তবুও আমি যে কয়েক ঘণ্টার জন্য নাটোরে আসতাম এই সময়টুকু মানুষের ভির থাকতো। মানুষের এই ভিড়, এই আকর্ষণ, এইটা সবসময়ই ছিল। এটা নতুন কিছু না। আমি মনে করি এটা আল্লাহ প্রদত্ত। সেজন্য আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ। শুধু এই নাটোর শহরেই না, আমার বাড়িতেই না, ঢাকায় আমি যেখানে থাকি সেখানেও গত ১৬ বছর হল আমি একটি অফিস মেইনটেইন করতাম। সাধারণ মানুষ ঢাকাতে আমার অফিসে দেখা করতো। আমি মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। যে অফিসেই হোক, যে জায়গায় হোক, আমি কথা বলি, মানুষ আমার প্রতি নির্ভর করে। বিশ্বাস করে যে আমার কাছে গেলে আমি কাউকে ফিরিয়ে দেবো না। মানুষের সমস্যার সমাধান করার চেষ্টা করি সে জন্যই মানুষ আমাকে খোঁজ করে, আমার কাছে আসে। 

বারনই: আওয়ামী লীগের শাসনামলে আপনি নিজ বাড়িতে থাকতে পারেননি। ঈদের খাবার রেখে বাড়ি থেকে চলে যেতে হয়েছে। সেসময়ে দিনগুলোতে কিভাবে টিকে ছিলেন?
এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু : এই কথা যখন ভাবি, তখন আমার চোখে পানি চলে আসে। আমার খুব কান্না আসে। আমার বাড়ির সামনের দৃশ্যটা আপনারা দেখবেন। আমার বাড়িতে কিভাবে ভাঙচুর চালিয়েছে তা এখনো দৃশ্যমান। ফিলিস্তিনিতে ইসরাইলারা যেভাবে আক্রমণ করেছে, ঠিক নাটোরে একই অবস্থা করা হয়েছিলো। আমরা তাদের আক্রমণের শিকার হয়েছি। ওই দুর্বিষহ জীবনের কথা যখন মনে হয় আমার শরীর শিউরে ওঠে, ভাবতেই কষ্ট লাগে। আল্লাহ কাছে একটাই চাওয়া সেই দুর্বিষহ জীবন যেন ফেরত না আসে। 
বিএনপি'র শাসনামলে আওয়ামী লীগের কোন মিটিং, মিছিল বা সমাবেশে আমরা কোনদিন বাধা দেইনি। তাদেরকে প্রতিহত করারও চেষ্টা করিনি। কিন্তু আওয়ামী লীগের শাসনামলে, আমাদের উপর যে জুলুম অন্যায় অবিচার করা হয়েছে, তার কোন প্রতিশোধ আমরা নিতে চাই না। কারণ আমরা প্রতিশোধপরায়ণ নই। আমাদের শাসনামলে যে সম্মান তাদেরকে করেছি, তাদের মধ্যে অনেকেই এখন মারা গিয়েছেন, অনেকেই বেঁচে আছেন। অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, মারা গেছেন, তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, আমি জেলা আইন-শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান ছিলাম। তিনি আওয়ামী লীগের সভাপতি হিসেবে মিটিংয়ে যেতেন। উনি যতক্ষণ না চেয়ারে বসেছেন ততক্ষণ আমি চেয়ারে বসতাম না। সম্মান করেছি। এই একটা উদাহরণ দিয়ে বললাম। কিন্তু এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তাদের লোকজন, যেভাবে আমাদের উপর অত্যাচার করেছে, আল্লাহ তাদের বিচার করেছেন। আমরা কখনোই তাদের যে আচরণ সে আচরণ করতে চাই না ইনশাআল্লাহ।

বারনই: আপনি যখন মন্ত্রী ছিলেন, নাটোরের উন্নয়নে অনেক কাজ করেছেন। ভবিষ্যতের নাটোর নিয়ে আপনার পরিকল্পনা কি?
এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু : আসলে নাটোর আমার স্বপ্ন। আমি রাজনীতি করি মানুষের জন্য। এ কথা বারবার প্রমাণিত হয়েছে নাটোরের মানুষের কাছে। দেশের মানুষের কাছে। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমি নাটোরের জনগণের কাছে কৃতজ্ঞ। আমি মনে করি নাটোরের মানুষ সত্যিই আমাকে ভালোবাসে। নাটোরের মানুষ আমাকে বিশ্বাস করে। এই ১৮ বছরে আমার জনপ্রিয়তা আরো বেশি বৃদ্ধি পেয়েছে। হয়তোবা এই নতুন প্রজন্ম, নাটোরে যাদের ১৮ বছর আগে জন্ম হয়েছে, তারা আমাকে তেমনভাবে নাও চিনতে পারে। কারণ আমি তো নাটোর এসে থাকতে পারিনি। মানুষের দুয়ারে দুয়ারে যেতে পারিনি। এই কারণেই নতুন প্রজন্মের কাছে হয়তো বা আমি জনপ্রিয় হতে পারিনি। কিন্তু তারপরেও আমার নামে তারা আমাকে চেনে। 
এই নাটোর সবচেয়ে বেশি অবহেলিত ছিল। আমি এমপি-মন্ত্রী হওয়ার পরে মানুষের যে মৌলিক চাহিদা ছিল, তা আমার সময়ে আমি পূরণ করতে সফল হয়েছিলাম। নাটোর শহরকে যানজট মুক্ত করতে নাটোরের হরিশপুর থেকে বনবেলঘড়িয়া পর্যন্ত তেবাড়িয়া হাটের মধ্য দিয়ে বাইপাস সড়ক নির্মাণ করেছিলাম। নাটোর শহর থেকে নলডাঙ্গা উপজেলার এমন কোন গ্রাম নেই, এমন কোন বাড়ি নেই, যেখানে পাকা রাস্তা নেই। গাড়িতে চড়েই বাড়িতে যাওয়ার ব্যবস্থা করেছিলাম। আমি এমপি-মন্ত্রী হওয়ার আগে মানুষ বর্ষার সময় নৌকায় আর খরা মৌসুমে সময় পায়ে হেঁটে চলাফেরা করতে হতো। সামান্য একটু বৃষ্টি হলে কাদার কারণে তারা চলাফেরা করতে পারতো না। সেই সমস্ত প্রত্যন্ত অঞ্চলে বহু পাকা সড়ক নির্মাণ করেছিলাম। মিনি কক্সবাজার খ্যাত পাটুল থেকে খাজুরা মাধনগর যে সাবমারসিবল সড়ক আমার সময় পরিকল্পনা করে নির্মাণ করা হয়েছিল। আজকে বৃষ্টি বলেন, ঝড় বলেন, খারা বলেন, যা কিছু বলেন না কেন, রাত বারোটা বলেন, রাত ২টা বলেন ৩টা বলেন, ২৪ ঘণ্টা মানুষ চলাফেরা করতে পারে। অর্থাৎ মানুষের সাথে গ্রামের শহরের যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়েছিল বিএনপি সরকারের শাসনামলে। বিদ্যুৎ মানুষের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। নাটোরের প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা বাড়িতে বাড়িতে, আমি যতদিন ক্ষমতায় ছিলাম বিদ্যুতের ব্যবস্থা করেছি। নাটোর শহর সন্ত্রাস মুক্ত একটি শহর, একটা শান্তির শহর নির্মাণ করতে চেয়েছিলাম এবং সেই পরিকল্পনা নিয়েই এগিয়ে চলছিলাম। 
নাটোরকে দেশের মানুষ চিনতো না। আমি বিয়ের পরে পরিবার নিয়ে কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম। আমি যখন হোটেলে উঠলাম হোটেল কর্তৃপক্ষ বলেছিল আপনাদের বাড়ি কোথায়? আমরা যখন বলেছিলাম নাটোর। তখন নাটোর নামে বাংলাদেশের একটা জেলা আছে এটাই তারা জানে না। তখন আমি আহত হয়েছিলাম। সেদিন থেকেই স্বপ্ন ছিল এই নাটোরটাকে আমি বাংলাদেশের মানচিত্রে, পৃথিবীর মানচিত্রে, একটি গুরুত্বপূর্ণ শহর হিসেবে তৈরি করব। সেই স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। আমি এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। আগামী দিনে আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, দত্তপাড়া থেকে দিঘাপতিয়া একটি বাইপাস সড়ক নির্মাণ করা হবে এবং দত্তপাড়া থেকে একডলা পর্যন্ত একটি বাইপাস সড়ক নির্মাণ করা হবে। নাটোরের হালতিবিল, চলনবিল, দিঘাপতিয়া রাজবাড়ী, রানী ভবানীর রাজবাডী, ধড়াইল জমিদার বাড়িসহ অনেক পর্যটন এলাকা রয়েছে যে সমস্ত এলাকায় মানুষ এলে থাকার বা খাবার ভালো কোন হোটেল বা মোটেল নেই। সুন্দর ও পরিচ্ছন্ন একটি জেলা নাটোরবাসীকে উপহার দেওয়ার জন্য এসব পরিকল্পনা বাস্তবায়ন করার ইচ্ছা আমার আছে ইনশাআল্লাহ। আগামী দিনে আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় নাটোরকে বাংলাদেশের মধ্যে একটি সুন্দর ব্যতিক্রমধর্মী, উন্নত ও শান্তির শহরে পরিণত করব ইনশাআল্লাহ।

বারনই: নাটোরের উপর দিয়ে গ্যাস লাইন গেছে অথচ নাটোরবাসী গ্যাস পায়নি। স্থানীয়রা আন্দোলন করলেও আওয়ামী লীগের স্থানীয় নেতারা গ্যাস সংযোগের প্রতিশ্ররুতি দিয়ে সেই আন্দোলন বানচাল করেছিল। অথচ এক যুগেও নাটোরবাসী গ্যাস পায়নি। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?

এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু : আপনারা জানেন যে, প্রাণ কোম্পানির মালিক জেনারেল আমজাদ সাহেব আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় মানুষ। উনি যখন পরিকল্পনা করেছিলেন একটি ফ্যাক্টরি করবেন। আমি তখন নাটোরের এমপি, আমি তাকে গিয়ে অনেক অনুরোধ করেছিলাম ফ্যাক্টরিটা যেন নাটোরে করেন। আমার কথা তিনি রেখেছিলেন। বর্তমানে যেখানে কারখানা সেখানকার জমি ৬০ থেকে ৭০ হাজার টাকা বিঘায় কিনে দিয়ে এই ফ্যাক্টরি কাজ শুরু করার জন্য, সেই সময় আমি সহযোগিতা করেছিলাম। এই প্রাণ কোম্পানি আমরা উদ্বোধন করি। সে সময় হাজার হাজার মানুষের কর্মসংস্থান করা হয়েছে। 
আমি ওয়াদা করেছিলাম গ্যাস নাটোরে নিয়ে আসবো। কিন্তু পরবর্তীতে আপনারা জানেন যে আমরা ক্ষমতার বাইরে যাওয়ার কারণে আমার জায়গায় অন্য কেউ এমপি-মন্ত্রী হয়ে তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে। চাঁদাবাজি করা হয়েছে নাটোরের এই প্রাণ, কিষোয়ান, পারটেক্স গ্রæপের মালিকের কাছ থেকে। তাদেরকে অত্যাচার, নির্যাতনসহ চাঁদাবাজি করেছে আওয়ামী লীগ। যে কারণে ভয়ে নাটোর থেকে তারা কারখানায় উঠিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল।
বিএনপি সরকার যদি ক্ষমতায় থাকতো আমি যদি এমপি থাকতাম তাহলে কোনদিনই নাটোরের উপর দিয়ে এই গ্যাস রাজশাহীতে যেতে দিতাম না। দরকার হলে গ্যাসের লাইন আমি কেটে দিতাম। আমার কথা হতো একটাই, এই গ্যাস যদি নাটোরের উপর দিয়ে রাজশাহীতে যায় তাহলে নাটোরে গ্যাস দিতে হবে। আমি ওয়াদা করছি আল্লাহ যদি আগামীতে আমাদেরকে, আগামী দিনে ক্ষমতায় নিয়ে আসার সুযোগ করে দেন, অবশ্যই ক্ষমতায় আসার এক মাসের মধ্যে আমি নাটোরবাসীর জন্য গ্যাসের ব্যবস্থা করে দিব।

বারনই: নাটোরের নারদ নদ এখন মৃত। আওয়ামী লীগের সময়ে খননের নামে প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে। কিন্তু নারদ নদ খনন করা হয়নি। নারদ নদকে আগের অবস্থায় ফিরিয়ে আনেত কোনো উদ্যোগ কি আপনি নেবেন? 
এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু : নারদ নদটা অনেক পুরাতন, আমি আগেই বলেছি, নাটোর নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। সেই স্বপ্নেরই অংশ নারদ নদ পুনরুদ্ধার। যারা নারদ নদের সংস্কার নিয়ে বিপুল পরিমাণ অর্থ লোপাট করেছে, পলিটিক্যালি আমি তাদের বিরুদ্ধে কিছু বলতে চাই না। আইনি প্রক্রিয়ায় এই লুটপাটের বিচার হবে ইনশাল্লাহ। যারা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে টাকা লুটপাট করেছে, শুধু পানি উন্নয়ন বোর্ডই না সব জায়গায় তো লুটপাট চলেছে। এসব বিষয়ে কষ্ট লাগে আপনাদেরকে বলতে খারাপ লাগে যে, শহরের ফুটপাতের হকারদের কাছে থেকে তারা চাঁদাবাদি করেছে, সিএনজি, অটোরিকশা, নিম্ন আয়ের মানুষও রেহাই পায়নি। নাটোরের প্রায় সকল শ্রেণীর মানুষেরই চাঁদা দিতে হয়েছে আওয়ামী লীগকে। এমন কোন জায়গা নেই, এমন কোন সেক্টর নেই, যেখান থেকে আওয়ামী লীগ নেতারা চাঁদা না তুলেছে। আওয়ামী লীগ নেতাদের সংসার চলতো, চাঁদা আর সরকারি অর্থ লুট করা টাকায়। আমি বিস্মিত একটা মানুষের সংসার চালতে কত টাকার প্রয়োজন হয়? ওদের কত টাকার দরকার? আমার ভাবতেও অবাক লাগে একটা মানুষের জীবনে কয় টাকা লাগে? এই টাকা তো আমি কবরে নিয়ে যেতে পারবো না। এই পৃথিবীতে আমি একাই এসেছিলাম আমাকে একাই চলে যেতে হবে। এই সমস্ত চাঁদাবাজি লুটতরাজের কথা যখন শুনি তখন আমি খুব আহত হই। সব জায়গায় তো লুটপাট শুধু যে নারদ সংস্কারের জন্য লুটপাট হয়েছে এমন তো নয়। 
আমার পরিকল্পনা রয়েছে নারদ নদ সংস্কার করে পানির প্রবাহ ফিরিয়ে আনাসহ নারদ নদের দুইপাশে ওয়াকওয়ে নির্মাণ করা। যাতে করে মানুষ বিনোদনের জন্য ওয়াকওয়ে দিয়ে হাঁটা চলাফেরা করতে পারে। পর্যটক আকর্ষণ করতে কৃত্রিম নৌকা ভ্রমণের ব্যবস্থাসহ বিভিন্ন পরিকল্পনা রয়েছে। মানুষ ভ্রমণের জন্য কক্সবাজার যায়, খাগড়াছড়ি বান্দরবান যায় তেমনিভাবে নাটোরের নারদ নদ সংস্কার হলে মানুষ নাটোর ভ্রমণে আসবে। এই নাটোর দেখার জন্য সারাদেশ তথা বিভিন্ন দেশ থেকে যাতে মানুষ আসে তেমনি একটি পর্যটন নগরী গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পরিকল্পিত স্বপ্নের নাটোর নির্মাণে অংশ হিসেবে নারদ নদ সংস্কার, সেই সাথে উত্তরা গণভবন, নাটোর রাজবাড়ী, ধরাইল জমিদার বাড়ি সংস্কারের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব।

বারনই:  নাটোরের বিটিভি উপকেন্দ্র নিয়ে আপনার ভবিষ্যত পরিকল্পনা কি রয়েছে?
এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু : বর্তমান আধুনিক যুগ, যেখানে এনালকের কোন স্থান নেই। বিটিভি খুব বেশি মানুষ এখন দেখেনা। নতুন নতুন টেলিভিশন চ্যানেল আসছে। মানুষের টেলিভিশন দেখার তেমন একটা সময় নেই। মানুষ সবকিছু এখন দেখছে  মোবাইল ফোনে। নাটোরের বিটিভি উপকেন্দ্রটি চট্টগ্রামের মতো পূর্ণাঙ্গ উপকেন্দ্র করে, আধুনিকায়ন করার পরিকল্পনা রয়েছে। যাতে করে নাটোরের শিল্পী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাহিত্যিকরা সুন্দর সুন্দর অনুষ্ঠান তৈরি করতে পারে, সেই লক্ষ্যে কাজ করার ইচ্ছা আছে।

বারনই: নাটোর শহরে শিশু পার্ক নেই। লালবাজারের বাহাদুর শাহ্ পার্ক নষ্ট করে আওয়ামী লীগের দুই মেয়র মার্কেট বানিয়েছেন। গোপনের নিজেদের মধ্যে সেই মার্কেটের দোকান ভাগা-ভাগি করে নিয়েছেন। খোলা জায়গা নষ্ট করে এভাবে মার্কেট বানিয়ে লুটপাটের বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই।
এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু : বাহাদুর শাহ পার্কে এক সময় আমরা দিঘির ধারে গিয়ে ছাত্র জীবনে বসে থাকতাম। এখন বর্তমানে সেই পার্ক নষ্ট করে মার্কেট নির্মাণ করা হয়েছে, বিষয়টি আমি জানি। এ ধরনের মানুষকে কেন মেয়র বানানো হয়? এদের নিয়ে আমি কোন মন্তব্য করতে চাই না। 
একসময় ছোট একটা শহর ছিল, মানুষ ছিল কম। কিছুদিন আগেও এই শহরের জনসংখ্যা ছিল ৫০ থেকে ৬০ হাজার। এখন এই শহরে জনসংখ্যা অনেক বেড়ে গেছে। শহরটাও বড় হচ্ছে, বড় হবে। তবে বাবা মা ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য নাটোর শহরের মধ্যে তেমন কোন জায়গা নেই। এক সময় টাউন পার্ক ছিল, শহীদ বাবুল পার্ক হিসেবে চিনত সেখানেও তো মার্কেট হয়ে গেছে। নাটোরে শিশুদের বিনোদনের জন্য কোন জায়গা নেই। যেগুলো জায়গা আছে সবই ভরাট হয়ে কিংবা মার্কেট হয়ে যাচ্ছে। হারিয়ে গেছে বিনোদনের জায়গা। শিশুদের জন্য পার্ক আর মানুষের বিনোদনের স্থান নির্মাণ করতে প্রয়োজন পরিকল্পনা। এই ১৬ বছর যারা ক্ষমতায় ছিল তারা তো নিজেদের পকেট ভরতেই ব্যস্ত ছিল। আমি আশা করছি আল্লাহ যদি তৌফিক দেন, পুরো নাটোরকে নিয়ে আমার একটি পরিকল্পনা রয়েছে। 

বারনই: গত ১৬ বছরের নাটোরে রাস্তা-ভবন নির্মাণের নামে অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ রয়েছে। সেই সব দুর্নীতের শ্বেতপত্র প্রকাশের কোনো উদ্যোগ নেবেন?
এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু : এইটা একটা ভালো কথা বলেছেন। মনে করিয়ে দিয়েছেন। অবশ্যই যারা দীর্ঘদিন যাবত নাটোরে লুটপাট করেছে, নাটোরকে ধ্বংস করে দিয়েছে, এদের চরিত্র উন্মোচন না করলে, দেশের মানুষের কাছে, নাটোরের মানুষের কাছে দায়ী হয়ে থাকবো। তাই খুব তাড়াতাড়ি আওয়ামী সরকারের দোসরদের লুটপাটের শ্বেতপত্র প্রকাশ করা হবে। প্রয়োজনে আলাদা করে একটি কমিটি গঠন করা হবে। একটি ছোট কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে, যারা দেশের টাকা লুটপাট করেছে তাদের একটি শ্বেতপত্র অচিরেই প্রকাশ করব ইনশাআল্লাহ।

বারনই: আওয়ামী লীগের সময়ে আপনি প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছেন। এখন নাটোরের আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে বা পালিয়েছেন। তাদরে উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান?
এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু : এর আগে যখন আমি এমপি ছিলাম। বিরোধীদলে ছিলাম তখনও আগুন দিয়ে আমার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেক কিছু। আমাকে উদ্দেশ্যে করে গুলি করা হয়েছে। নির্যাতন করা হয়েছে। আমাদের উপর হামলা করা হয়েছে। কিন্তুওদেরকে কোনদিন মিছিল করতে দেইনি, সমাবেশ, মিটিং করতে বাধা দেইনি। কোন কর্মসূচিতে হামলা করেছি এমন কোন নজির নেই। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় এসে আমাদের উপর ধারাবাহিক হামলা চালিয়েছে।  যারা ১৬টি বছর আমাদের উপর নির্যাতন করেছে, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সাহেবের উপর হামলা করেছে, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের উপর হামলা করেছে, নাটোরে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহীনের উপর হামলা করা হয়েছে। আমাদের পার্টির সদর থানার সেক্রেটারি আবুলের উপর হামলা করেছে, আসাদের উপর হামলা করেছে, ডালিমের উপর হামলা করেছে। বিএনপি নেতাকর্মীদেও উপর হামরা বিচার যদি না করে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাই, পরবর্তীতে আল্লাহতালার কাছে কি জবাব দেব? 
আওয়ামী লীগের দোসরা যা করেছে আমরা তা করতে চাই না। তারা যে অন্যায় করেছে সেই অন্যায়ের বিচার তো আল্লাহ করেই দিয়েছেন। মহাবিচার। আর আমাদের বিচার, আইনের বিচার, জনতার আদালতের বিচার। নাটোরের আওয়ামী লীগের দোসরদেরকে যদি মাফ করি, তাহলে আমার দলের নেতাকর্মীরা মেনে নেবে না। আমার  প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে। কারণ তারা তো পঙ্গু হয়ে গেছে, সবাই মৃত্যুর মুখোমুখি। তাদের অনেককে আমরা হারিয়েছি। সুজনকে হারিয়েছি, রাকিব রায়হান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম আজও নিখোঁজ। আমি মনে করি প্রতিটা অন্যায়, প্রতিটা অত্যাচার প্রতিটা খুনের বিচার করতে হবে। আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করা হবে ইনশাআল্লাহ।

বারনই: আমাদের সময় দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু : আপনাদেরকেও ধন্যবাদ।
 

ডায়মন্ড ওয়ার্ল্ডে দিলীপ আগারওয়ালাকে গ্রেপ্তারে র‍্যাবের অভিযান

রাজধানীর গুলশানে অবস্থিত ডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয় পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ঘিরে রেখেছে। স্বর্ণ ও হীরা চোরাচালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড এবং এর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধান আজ শুরুর পরই সেখানে অভিযানে গেছে র‍্যাব।

র‍্যাব সদরদপ্তরের পরিচালক পর্যায়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থপাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যেই তার কার্যালয়ে গেছে র‍্যাবের একটি দল। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

এখানে উল্লেখ্য যে, স্বর্ণ ও হীরা চোরাচালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড এবং এর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আজ (মঙ্গলবার) অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সিআইডির পুলিশ সুপার আজাদ রহমান জানান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থপাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে। 

তিনি প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন জেলায় নামমাত্র শো-রুমের মাধ্যমে প্রকৃত ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরো প্রকৃত ডায়মন্ড হিসেবে বিক্রি করতেন। এ ছাড়া দুবাই ও সিঙ্গাপুরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ভারতের কলকাতায় তিনটি জুয়েলারি দোকান ও ১১টি বাড়ি এবং মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করে পাচার করেছেন বলে তথ্য রয়েছে।

তার বিরুদ্ধে বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে ৪০ কোটি টাকা বিনিয়োগ করে অবৈধভাবে একটি ব্যাংকের পরিচালক হওয়ারও অভিযোগ পাওয়া গেছে ।