বলিউডের জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর গুঞ্জন। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে তাদের আলিবাগ ভ্রমণের মুহূর্ত ধরা পড়ে, যেখানে ক্যাটরিনাকে ঢিলেঢালা পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়। ভিডিওটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে গুজব—"ক্যাটরিনা কি মা হতে চলেছেন?"
ভিডিওটিতে দেখা যায়, ক্যাটরিনা ও ভিকি একসঙ্গে একটি নৌকায় উঠছেন। ক্যাটরিনার চলাফেরা ও তাঁর পোশাকের ধরন দেখে অনেকেই মনে করছেন তিনি হয়তো গর্ভবতী এবং নিজের 'বেবি বাম্প' ঢাকতেই এমন পোশাক বেছে নিয়েছেন।
এ বিষয়ে এখন পর্যন্ত ক্যাটরিনা বা ভিকি-র পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। এমনকি তাঁদের পরিবারের দিক থেকেও এই গুঞ্জনের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে, সোশ্যাল মিডিয়ার অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন যে এই জল্পনা নিছকই অনুমানভিত্তিক এবং এমন সংবেদনশীল বিষয়ে নিশ্চিত তথ্য না জেনে মন্তব্য করা উচিত নয়।
এদিকে, গুঞ্জন আরও উস্কে দিয়েছে কিছু ভক্ত-নির্মিত ইনস্টাগ্রাম পোস্ট, যেখানে ক্যাটরিনা ও ভিকিকে নিয়ে তৈরি একটি এডিটেড ছবি ছড়িয়ে পড়েছে—সেখানে লেখা: “We become a family of three in 2025.” পরবর্তীতে প্রমাণ হয়, এটি ভক্তদের তৈরি একটি কল্পিত পোস্ট এবং এটি বাস্তব কোনো ঘোষণা নয়।
প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়ের পর থেকেই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময়ে নানা রকম গুঞ্জন উঠে এসেছে। তবে এই জুটি সবসময়েই নিজেদের সম্পর্ককে ব্যক্তিগত রাখতেই বেশি পছন্দ করে।
এই মুহূর্তে ক্যাটরিনার গর্ভধারণ সংক্রান্ত যে সমস্ত খবর ঘুরে বেড়াচ্ছে, সেগুলো অধিকাংশই অনির্ভরযোগ্য এবং ভক্তদের জল্পনা নির্ভর। তাঁদের পক্ষ থেকে কোনো অফিসিয়াল ঘোষণা আসা পর্যন্ত এমন গুজবে কান না দেওয়াই শ্রেয় বলে মনে করছেন অনেকে।