ক্যাটরিনা কাইফ কি মা হতে চলেছেন? ভাইরাল ভিডিও ঘিরে চরম জল্পনা, ভক্তদের কৌতূহল তুঙ্গে

বিনোদন | ফোরপিলার্সবিডি.কম
প্রকাশিত:
ক্যাটরিনা কাইফ কি মা হতে চলেছেন? ভাইরাল ভিডিও ঘিরে চরম জল্পনা, ভক্তদের কৌতূহল তুঙ্গে

বলিউডের জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর গুঞ্জন। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে তাদের আলিবাগ ভ্রমণের মুহূর্ত ধরা পড়ে, যেখানে ক্যাটরিনাকে ঢিলেঢালা পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়। ভিডিওটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে গুজব—"ক্যাটরিনা কি মা হতে চলেছেন?"

ভিডিওটিতে দেখা যায়, ক্যাটরিনা ও ভিকি একসঙ্গে একটি নৌকায় উঠছেন। ক্যাটরিনার চলাফেরা ও তাঁর পোশাকের ধরন দেখে অনেকেই মনে করছেন তিনি হয়তো গর্ভবতী এবং নিজের 'বেবি বাম্প' ঢাকতেই এমন পোশাক বেছে নিয়েছেন।

এ বিষয়ে এখন পর্যন্ত ক্যাটরিনা বা ভিকি-র পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। এমনকি তাঁদের পরিবারের দিক থেকেও এই গুঞ্জনের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে, সোশ্যাল মিডিয়ার অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন যে এই জল্পনা নিছকই অনুমানভিত্তিক এবং এমন সংবেদনশীল বিষয়ে নিশ্চিত তথ্য না জেনে মন্তব্য করা উচিত নয়।

এদিকে, গুঞ্জন আরও উস্কে দিয়েছে কিছু ভক্ত-নির্মিত ইনস্টাগ্রাম পোস্ট, যেখানে ক্যাটরিনা ও ভিকিকে নিয়ে তৈরি একটি এডিটেড ছবি ছড়িয়ে পড়েছে—সেখানে লেখা: “We become a family of three in 2025.” পরবর্তীতে প্রমাণ হয়, এটি ভক্তদের তৈরি একটি কল্পিত পোস্ট এবং এটি বাস্তব কোনো ঘোষণা নয়।

প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়ের পর থেকেই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময়ে নানা রকম গুঞ্জন উঠে এসেছে। তবে এই জুটি সবসময়েই নিজেদের সম্পর্ককে ব্যক্তিগত রাখতেই বেশি পছন্দ করে।


এই মুহূর্তে ক্যাটরিনার গর্ভধারণ সংক্রান্ত যে সমস্ত খবর ঘুরে বেড়াচ্ছে, সেগুলো অধিকাংশই অনির্ভরযোগ্য এবং ভক্তদের জল্পনা নির্ভর। তাঁদের পক্ষ থেকে কোনো অফিসিয়াল ঘোষণা আসা পর্যন্ত এমন গুজবে কান না দেওয়াই শ্রেয় বলে মনে করছেন অনেকে।

বিনোদন বিভাগের আরও খবর

আফরান নিশোর হাঁটু ও স্পাইনের জটিলতা, জানালেন বাস্তব অবস্থা

দীর্ঘদিন ধরেই হাঁটুর সমস্যায় ভুগছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। পাশাপাশি রয়েছে মেরুদণ্ডের সমস্যাও। তবে এত দিন বিষয়টি প্রকাশ্যে জানাননি তিনি। চলতি মাসের শুরুতে এক অনুষ্ঠানে প্রথমবারের মতো নিজের শারীরিক জটিলতার কথা প্রকাশ করেন নিশো। তিনি বলেন, ‘আমাকে শারীরিকভাবে আরও ফিট হতে হবে। পুরোপুরি অ্যাকটিভ লাইফ যাপন করতে হলে আমার হাঁটুর সার্জারি করাতে হবে।’ বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে সম্প্রতি সবার দুশ্চিন্তা কমিয়ে নিশো জানিয়েছেন, তিনি এখন অনেকটাই ভালো আছেন।

নিজের শারীরিক অবস্থা নিয়ে নিশো বলেন, ‘পা এখন মোটামুটি ভালো আছে। তবে পুরোপুরি স্বাভাবিক ও অ্যাকটিভ লাইফে ফিরতে হলে হাঁটুর লিগামেন্ট সমস্যার জন্য সার্জারি করাতে হবে। আর স্পাইনের যে সমস্যা রয়েছে, সেটার জন্য নিয়মিত থেরাপি ও এক্সারসাইজ চালিয়ে যেতে হবে। আমি প্রায়ই নিচু হয়ে বসে থাকি, বা অনেকক্ষণ একই জায়গায় বসে থাকি। এসব অভ্যাস থেকে বের হতে পারলে হয়তো একটু স্বস্তির জীবন যাপন করতে পারব।’

নিশো জানান, প্রায় সাত-আট বছর আগে নাটকের শুটিং চলাকালে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। সেখান থেকেই শুরু এই জটিলতা। স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমি আমার সীমাবদ্ধতা বা কষ্টের কথা সাধারণত প্রকাশ করি না। নিজেই সমাধান করার চেষ্টা করি। মানসিকভাবে কখনো ভেঙে পড়ি না, নিজেকেও ভাঙতে দিই না। সাত-আট বছর আগে কাউলায় শুটিং করতে গিয়ে বাইক দুর্ঘটনায় পড়ি। হাঁটুতে মারাত্মক আঘাত পাই। তখন চিকিৎসক আমাকে এক মাস বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন।’

কিন্তু ব্যস্ত শিডিউলের কারণে মাত্র তিন দিনের বিরতি নিতে পেরেছিলেন নিশো। এরপরই আবার শুটিংয়ে ফিরতে হয় তাকে। তিনি বলেন, ‘তখন এক মাস শুটিং বন্ধ রাখলে সেটা অনেক বড় অপরাধের মতো হতো। তাছাড়া আমি নিজেও একটু উদাসীন ছিলাম। কাজ চালিয়ে যাচ্ছিলাম, লিগামেন্টের সমস্যা থাকলেও কিছু ব্যায়াম করতাম। একসময় ভেবেছিলাম হয়তো পুরোপুরি ঠিক হয়ে গেছি।’

কিন্তু আসলে পুরোপুরি সেরে ওঠেননি তিনি। মাঝে মধ্যেই হাঁটুর সমস্যা কাবু করে ফেলে। গত কয়েক বছরে একাধিকবার অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে নিশোকে। তিনি বলেন, ‘এই ব্যথা অনেকটা ইলেকট্রিক শকের মতো। যখন হয়, তখন হঠাৎ করে ফেলে দেয়। আশফাক নিপুনের একটি কাজের সময় এমনটা হয়েছে, অমির একটি নাটক করার সময়ও হয়েছিল। এমনকি ‘সুড়ঙ্গ’ সিনেমার পর ক্রিকেট খেলতে গিয়েও দুর্ঘটনায় পড়েছিলাম। তারপরও সব সময় মনে করেছি আমি ভালো হয়ে গেছি। সর্বশেষ কিছুদিন আগে বাসায় ছেলের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে আবারও ইনজুরড হই। সব মিলিয়ে এখন মনে হচ্ছে, বিশ্রামে থাকাটা আমার জন্য অত্যন্ত জরুরি।’

রাশমিকা বয়স কত হলো?

দক্ষিণী সিনেমার সুপার স্টার রাশমিকা মান্দানা এখনো ৩০ বছরে পা দেননি। অল্প সময়ে চলচ্চিত্র ক্যারিয়ারে একের পর এক সফল সিনেমার সঙ্গে নাম লিখেয়েছেন এ অভিনেত্রী। বলিউড থেকে দক্ষিণী বিনোদন ভুবন দুই জায়গাতেই কাজ করে যাচ্ছেন এ তারকা।

আল্লু অর্জুন থেকে শুরু করে সালমান খান কিংবা রণবীর কাপুর, এরই মধ্যে প্রথম সারির সব বলিউড তারকাদের সঙ্গে কাজ করা ফেলেছেন এ অভিনেত্রী। আসছে ৫ এপ্রিল ২৯ বছরে পদার্পণ করবেন রাশমিকা। জন্মের মাসের শুরুতে তার নতুন উপলদ্ধি তৈরি হয়েছে।

যদিও বয়স যত বাড়ে জন্মদিন নিয়ে উপলব্ধি পাল্টায়। যদিও রাশমিকার তেমন কিছুই হয়নি। তিনি নিজেকে নিয়ে ভীষণ খুশি। এ প্রসঙ্গে রাশমিকা বলেছেন, ‘এটা আমার জন্মদিনের মাস, আমি খুবই উত্তেজিত। আমি সব সময় শুনেছি যে বয়স যত বাড়ে, জন্মদিন উদযাপনে আগ্রহ হারিয়ে ফেলে মানুষ। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো।’

রাশমিকা আরও বলেন, ‘বয়স যত বাড়ে, জন্মদিন উদযাপনে তত বেশি উতলা হয়ে উঠছি। বিশ্বাসই হচ্ছে না যে আমি এরই মধ্যেই ২৯ বছরে পা দিয়েছি। আমি আরও একটা বছর সুস্থ, সুখী এবং নিরাপদে কাটিয়ে দিলাম! উদযাপনের জন্য যথেষ্ট কারণটা!’

বাংলাদেশে আসছে পাকিস্তানি ব্যান্ড

পাকিস্তানের জনপ্রিয় রক ব্যান্ড বায়ান প্রথমবারের মতো কনসার্ট করতে বাংলাদেশে আসছে। এই সফর দিয়ে দলটির বিশ্ব ট্যুর শুরু হবে।

বাংলাদেশ সফর নিয়ে বায়ানের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করা হয় ৩০ মার্চ। ভিডিওতে দলটির ভোকালিস্ট আসফার হুসেনকে বলতে শোনা যায়, ‘কেমন আছো বাংলাদেশ, আমাদের সফরের সঙ্গে যুক্ত হতে প্রস্তত সবাই?’ এর পরই ভিডিওটি বাংলাদেশে তাদের ভক্তদের নজর কারে।

বায়ানের ‘সফর ট্যুর’ শিরোনামের এই কনসার্টটি আয়োজন করেছে দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠান। এরই মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে ছাড়া হয়েছে টিকিটও। তবে ভেন্যু এখনো নির্ধারণ করা হয়নি।

পাকিস্তানের সংগীত জগতের আলোচিত ব্যান্ড বায়ান। ‘দ্য সফর ট্যুর’ শিরোনামে তারা পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করবে।

তাদের জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘নেহি মিলতা’, ‘মেরা মুসাফির’, ‘সুনো’, ‘ফারদা’, ‘কাহা যাউ’ ইত্যাদি।

বায়ান ব্যান্ডের সদস্য সংখ্যা : আসফার হুসাইন, শাহরুখ আসলাম, মনসুর লাশারি, মুকিত শাহজাদ, হায়দার আব্বাস।

‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ’ কেন ভাইরাল?

সামাজিক মাধ্যম খুললেই এখন একটাই গান, ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ’। সেই গান দিয়ে মিম, রিলের ছড়াছাড়ি চারপাশে। হাসির ভিডিও, কান্নার ভিডিও, মজার ভিডিও, কোথায় ব্যবহার হচ্ছে না সেই গান!। এমনকি পিকনিকে যাওয়া বা বন্ধুদের সঙ্গে পার্তিতেও সেই একই গান। কিন্তু প্রশ্ন হল এই গানের আসল মানে কী, জানেন?

এটি আসলে ভারতের উড়িয়া ভাষায় গাওয়া একটি গান। বিখ্যাত উড়িয়া সঙ্গীত শিল্পী সত্য অধিকারীর গাওয়া এই গান। উড়িষ্যার কোরাপুটের স্থানীয় ভাষায় লেখা গান। এই গান প্রথম রেকর্ড করা হয় ১৯৯৫ সালে। ছয় বছর পরে তৈরি হয় মিউজিক ভিডিও।

এই গানে অভিনয় করেছেন সম্বলপুরের গোবিন্দতলার বাসিন্দা বিভূতি বিশ্বল। তিনি একজন মঞ্চ অভিনেতা। বেশ কিছু ছবিতেও নাম ভূমিকায় অভিনয় করেছেন। এমনকি, অল ইন্ডিয়া রেডিও-র একজন প্রতিষ্ঠিত শিল্পী এবং শিক্ষক।

‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ/ ধনকে চিনলি তুই ননী সিনা/ মনকে চিনলি নাই/ সুনাকে চিনলি, মনাকে চিনলি/ মানুষ চিনলি নাই/ ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ’। এই গান এখন চারিদিকে ভাইরাল। কিন্তু কী মানে এই গানের জানেন?

সত্যিই লজ্জার, ননী/ তুমি শুধুই সম্পত্তি দেখলে, কিন্তু আমার ভালোবাসার প্রকৃত মূল্য দিতে পারলে না/ তুমি সোনা ও দামি গয়না চিনতে পেরেছ। কিন্তু, প্রকৃত মানুষ চিনতে পারোনি/ আমার সম্পত্তির অভাব ছিল বলে তুমি আমাকে এ ভাবে ছেড়ে দিয়েছ/ যার টাকা পয়সা আছে তার মন নাই/ আমার মনকে দেখলি না ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ।

মিউজিক ভিডিও পরিচালনা করেছিলেন মানবভঞ্জন নায়েক। ভিডিওটির প্রযোজক ও গানটির রচয়িতা সীতারাম আগরওয়াল। গেয়েছিলেন সত্যনারায়ণ অধিকারী। পর্দায় দেখা গিয়েছে বিভূতি বিশ্বালকে। মঞ্চশিল্পী হিসেবে খ্যাতিমান ওই অভিনেতাকেই বেছে নেওয়া হয়েছিল।

কে জানত, দুই দশক পরে আচমকাই ভাইরাল হয়ে যাবে গানটি। ইউটিউবে ভিউ ছাড়িয়েছে প্রায় দুই কোটি। নতুন বছরে সকলের ফোনে বা অন্য ডিভাইসে বাজছে, বেজেই চলেছে ‘ছি ছি রে ননী’।